ঢাকা: লাক্সতারকা মুনমুন ক্যারিয়ারের শুরুতে নাটক, চলচ্চিত্র, উপস্থাপনা ও মডেলিং নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন। কিন্তু এখন অভিনয় ও মডেলিংয়ের কাজ তার হাতে নেই বললেই চলে।
বর্তমানে তিনি উপস্থাপনাতেই যেন আটকে আছেন। এখন তিনি তিনটি চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করছেন। এগুলো হলো_ বাংলাভিশনের ‘আমার আমি’, চ্যানেল আইয়ের ‘স্পেলিং বি’ ও এটিএন বাংলার ‘চার দেয়ালের কাব্য’।
এছাড়া আসন্ন ঈদ উপলক্ষে একাধিক অনুষ্ঠান উপস্থাপনার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মুনমুন। অন্যদিকে কয়েকটি ম্যাগাজিন ও ইভেন্ট শো উপস্থাপনারও কথাবার্তা চলছে। তাছাড়া বরাবরের মতো এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতাও তার উপস্থাপনা করার কথা রয়েছে।
এ প্রসঙ্গে মুনমুন বলেন, ‘নাটকে অনিয়মিত হওয়ার কারণ হচ্ছে আমার চরিত্রের সঙ্গে যায় এমন গল্প মাথায় রেখে কেউ নাটক রচনা করেন না। তাছাড়া যেগুলো নাটকের প্রস্তাব আসে তাও আমার পছন্দ হয় না।
অন্যদিকে চলচ্চিত্রের প্রস্তাবও খুব একটা পাই না। তাই নিয়মিত উপস্থাপনা করে যাচ্ছি। তাছাড়া উপস্থাপনার বিষয়টি আমি বেশ উপভোগও করছি।’
বিজ্ঞাপনে অনুপস্থিতি প্রসঙ্গে মুনমুন বলেন, ‘বিজ্ঞাপনের প্রস্তাব প্রায়শই পেয়ে থাকি। তবে পছন্দমতো কোনো সৃজনশীল আইডিয়ার বিজ্ঞাপন পাচ্ছি না। আমার মনে হয় বিজ্ঞাপন খুব স্পর্শকাতর বিষয়। এতে কোনো রকম ভুল-ক্রটি চলে না।
এসব বিষয় মাথায় রাখার কারণেই বিজ্ঞাপনে আমার উপস্থিতি কম। তবে ভালো মানের বিজ্ঞাপন হলে অবশ্যই তাতে কাজ করব।’
উল্লেখ্য, মুনমুন ২০০৬ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় চতুর্থ স্থান লাভ করেন। এরপর তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’-এ মোনা চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা অর্জন করেন তিনি। পরে ছোটপর্দা ও উপস্থাপনায় নিয়মিত হন।