ঢাকা: সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা। স্টারনিউজের সম্পাদক নূরনবী আহমেদ এর সাথে একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন অপরাধীদের সাথে আমার কোন আপোষ নেই। অপরাধী যেই হোক তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। পুলিশ আন্তরিক হয়ে দেশের জন্য কাজ করলে দেশের সচেতন লোক যদি পুলিশকে দায়িত্ব পালনে সহযোগীতা করে তাহলে সমাজে অপরাধ প্রবনতা কমে যাবে। তিনি আরো বলেন, আমি সাভার মডেল থানায় পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমার সহকর্মী ও থানার সকল প্রশাসনের কাছ থেকে আমি বেশ আনৱরিক সহযোগীতা পাচ্ছি। যার ফলে সাভার মডেল থানা এলাকার আইন-শৃঙখলা বর্তমানে সন্তোষ জনক পর্যায়ে রয়েছে। দেশকে শান্তিময় ও বাসযোগ্য দেখতে চাইলে সবাইকে আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে, এবং আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনী পুলিশ সংস্থার সদস্যদের প্রতি সর্বস্তরের মানুষের সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। জনহতিকর কাজে সমাজের ক্ষমতাসীন বিত্তবান ব্যক্তিদের আরো দায়িত্বশীল হতে হবে। পুলিশ পরিদর্শক (তদন্ত)দীপক চন্দ্র সাহা ২০০৩ সালে শিৰানবিশ এস.আই হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করে প্রথমে রাজবাড়ী সদর থানা পরবর্তীতে র্যাব-৪ মিরপুর, এবং পরে পাংশা, পরবর্তীতে আবার গাজীপুরের জয়দেবপুর থানায় এবং ময়মনসিংহ রেলওয়ে আই আর পি সার্কেল হিসেবে দীর্ঘদিন সুনামের সহিত কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেবে কর্মরত আছেন। তিনি চৌকস পুলিশ অফিসার হিসেবে ২০১২ সালে বাংলাদেশ শান্তি রক্ষা মিশনে সুদান গিয়ে ছিলেন। পুলিশ পরিদর্শক(তদন্ত) দীপক চন্দ্র সাহা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পাকুল্লা গ্রামের মৃতঃ গনেশ চন্দ্র সাহার পুত্র। (Police) এই পুলিশ শব্দটি লিখতে মাত্র ৬টি অক্ষর লাগে যাহা হয় বিনয়ী, অনুগত, বিশ্বস্ত, বৃদ্ধিমান, সাহসী ও দক্ষ। এই সবকটি গুনই দীপক চন্দ্র সাহার মাঝে আছে। দীপক স্টারনিউজকে আরো বলেন যে শান্তি ও নিরাপত্তার অঙ্গিকারে অপরাধ দমনে নতুন মডেল করতে চাই সাভার থানাকে।
স্টারনিউজঃ আপনার থানা এলাকায় বর্তমানে আইন-শৃঙখলার অবস্থা কেমন ?
দীপক চন্দ্র সাহাঃ আমার থানা এলাকায় বর্তমানে আইন-শৃঙখলার অবস্থা ভালো।
স্টারনিউজঃ থানা পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের অতীত অভিযোগ, থানা পুলিশকে উৎকোচ না দিলে মামলা নেওয়া হয় না। কোন সহযোগীতাও করেনা । এ অভিযোগ সম্পর্কে আপনার মন্তব্য কি ?
দীপক চন্দ্র সাহাঃ চলমান বিশ্বে রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন হয়েছে। সে পরিবর্তনের বাতাস বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ও লেগেছে। যে কারণে পুলিশ সংস্থার কাজে গত এক দশক পূর্বে থেকে পরিবর্তনের যাত্রা শুরু হয়, তা অব্যাহত আছে। আমার থানায় এসে কোন লোক বলতে পারবেনা যে সাভার মডেল থানা পুলিশ টাকা ছাড়া মামলা নেয়না বা কোন কাজ করেনা। কারণ একটি কথা না বললেই নয় আমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল অত্যান্ত কঠোর ও প্রতিবাদী একজন সৎ অফিসার ফলে এ থানার কোন অফিসারগন এমন কোন সুত্র তৈরি করার সুযোগ পায়না। এছাড়াও আমি যত দিন বেঁচে থাকবো গরীব-ধনীর মাপ কাঠি আমার কাছে সমান। আর ওসি তদন্ত হিসেবে যে দায়িত্ব আমাকে দিয়েছে তা আমি অক্ষন্ন রাখবো।
স্টারনিউজঃ আপনি পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহনের পর কি কি পদক্ষেপ গ্রহন করেছেন ?
দীপক চন্দ্র সাহাঃ আমি পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেবে ২৪-১১-২০১৩ইং তারিখে সাভার থানায় যোগদান করারপর ওসি সাহেবের নিদের্শে থানা এলাকায় দালাল মুক্ত রাখার ব্যবস্থা করেছি। মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অপহরণ, ভুমিদস্যু ও বিভিন্ন রকম অপরাধীদের বিরুদ্ধে আমার ও আমার আইন শৃঙখলা বাহিনীর পদক্ষেপ সর্বদা অব্যহত রাখবো এবং অপরাধীদের সাথে আমার কোন আপোষ নেই।
স্টারনিউজঃ স্টারনিউজে সাক্ষাৎকার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
দীপক চন্দ্র সাহাঃ আপনাকে ও স্টারনিউজের সকল সাংবাদিকদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা।