চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে শুরু হয়েছে ৫দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। জেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর কম্পিউটার সমিতির ব্যাবস্থাপনায় গত বুধবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেন, আমাদেরকে এগিয়ে যেতে হলে কম্পিউটার শিক্ষায় পারদর্শী হতে হবে। বর্তমানে প্রযুক্তি ছাড়া জীবন করা যায় না। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া রয়েছে। শিক্ষার্থীরা প্রযুক্তি সঠিক ভাবে ব্যবহার করলেই ভাল ফল পাবে । ফেইজবুক নিয়ে সময় কাটানোই ডিজিটাল শিক্ষা নয়। বর্তমানে বিশ্ব হাতের মুঠোয়। বর্তমানে দেশের ১২ কোটির বেশী মোবাইল সিম ব্যবহারকারী রয়েছে। এছাড়াও ৪ কোটির বেশী মানুষ ইন্টানেটে সব সময় কানেক্ট থাকছে। এসকল কিছুই সম্ভব হয়েছে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে। তিনি আরো বলেন, আমাদের সকলে মিলেই ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ করতে হবে। মেলা সম্পর্কে জেলা প্রশাসক বলেন, মেলাটি প্রথমে যে বছর শুরু হয় তা ছিল ২দিনের। আজ মেলা ৫দিনব্যাপী হচ্ছে শুধু পন্য বিক্রি করার উদ্দেশ্যে নয়। মেলায় প্রতিদিন সভা সেমিনার ও নতুন প্রযুক্তর সম্পর্কে ধারনা দেওয়া জন্য। মেলায় সরকারী বিভিন্ন বিভাগ ছাড়াও বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের স্টল দিয়েছে কমিম্পটার ও প্রযুক্তি সম্পর্কে সাধারণকে জানানোর জন্য।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ নুরুল্লাহ নুরির সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়া, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, জেলা মৎস্য ও প্রাণী সম্পাদ কর্মকর্তা সাহাবুাদ্দন মিয়া, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর কম্পিউটার সমিতির সভাপতি ফিরোজ আহমেদ সুমন। উপস্থিত ছিলেন পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেলোয়র আহমেদ, চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শাহ মোহাম্মদ মাকছুদুল আলম. জেলা শিক্ষা অফিসার সফিউদ্দিন, চেম্বার অব কমার্সের পরিচালক তমাল কুমার ঘোষ, প্রশাসনিক কর্মকতা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, অভিভাবক. অতিথি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকমী সহ ছাত্র-ছাত্রীবৃন্দ।