চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুর পৌর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আগামী ২৯ মার্চ নির্বাচনে মেয়র পদে মোবাইল ফোন মার্কায় নির্বাচন করছেন মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহম্মেদ। শুক্রবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর ১৫ নং ওয়ার্ডের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রত্যেক ভোটারের কাছে নিজ মার্কার কথা পৌছে দিতে মোবাইল ফোন প্রতীক নিয়ে মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহমেদ আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন। এর আগে সকাল ১০টায় শহরের আদালত পাড়ায় অযাচক আশ্রমে মেয়র প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আশ্রমের অধ্যক্ষ সুখরঞ্জন মহারাজের সভাপতিত্বে ভোটারদের সামনে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহমেদ।
গতকাল তিনি ১৫ নং ওয়ার্ডে চেয়ারম্যান ঘাট থেকে পশ্চিম দিকে কুমিল্লা রোড়ের উত্তর পাশের অংশ, বিষ্ণুদী রোড এর মাথা থেকে ব্যাংক কলোনী, বিষ্ণুদী স্কুল হয়ে বাসী স্কুল। দুপুর সাড়ে ১১ টায় মুকসুদ গাজীর বাড়ির সামনে দিয়ে জিটি রোড, চেয়ারম্যান ঘাট, বিটি রোডর ষোলঘর, কলন্দর খার বাড়ি পর্যন্ত। পরে রশিদ সর্দারের বাড়ির সামনে থেকে টেকনিক্যাল পর্যন্ত গণসংযোগ করেন মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহম্মেদ। বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে তিনি বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি দীর্ঘ ৯ বছর আপনাদের সেবার মানসিকতা নিয়েই পৌরসভাকে পরিচালিত করেছি। পৌরসভাকে দূর্নীতি মুক্ত করতে সকল প্রকার নগদ লেনদেন বন্ধ করা হয়েছে। মেয়র থাকা কালীন সময় আমার দ্বারা পৌরবাসীর কোন ক্ষতি হয়নি। তিনি আরো বলেন, বর্তমানে পৌরবাসী পানি ও হোল্ডিং ট্রেস্ক ব্যাংকের মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই পরিশোধ করতে পারছেন। আমি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আপনাদের সেবায় নিয়জিত থাকতে চাই। তাই আমার বিশ্বাস আপনারা আমাকে পুনরায় আপনাদের মূল্যাবান ভোট দিয়ে নির্বাচিত করবেন।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন জেলা আওয়মীলীগের দপ্তর সম্পাদক অজয় কুমার ভৌমিক, সদর উপজেলা আ’লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান চোকদার, জেলা পূজা পরিষদের নেতা সুভাষ চন্দ্র রায়, পৌর আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারী সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।