চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মাহাবুবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভয়ভীতির অভিযোগ এনে মামলার দায়ের হয়েছে। আদালত সহকারি পুলিশ সুপার (সদর সার্কেলের) কাজী হেলাল উদ্দিনকে তদন্তের নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় সিনিয়ির চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার বিশ^াসের আদালতে মো. লোকমান হোসেন নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
মামলার এজহারে জানা যায়, বাদী লোকমান হোসেনের ভাতিজা নাজমুল হুদার সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি সুরাহা করতে বাদী লোকমান হোসেনের কাছ থেকে ৫লাখ টাকার চাঁদা দাবি করে সংশ্লিষ্ট থানার ওসি। এমনিক একটি জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষরসহ ভয়ভীতি প্রদর্শন করে। এমন অভিযোগ এনে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহাবুবুর রহমান ছাড়াও সহাকারী উপ-পরিদর্শক আবু হানিফ, আ. আজিজ খান, তাজুল ইসলাম, নাজমুল হুদা সহ মোট ৫ জনকে বিবাদী করা হয়। বাদী পক্ষের মামলা পরিচালনা করেন অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন।
এ ব্যপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মাহাবুবুর রহমানের সাথে এ ব্যপারে আলাপকালে তিনি বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি।