জিসান আহমেদ নান্নু, কচুয়া ঃ
কচুয়া উপজেলার নয়াকান্দি ইয়াং সোসাইটির উদ্যোগে শর্টবাউন্ডারী মিনি ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, ১নং সাচার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবু হানিফ বেপারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ফরহাদ হোসেন মোল্লা, আবু তাহের, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তফা কামাল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক আফতাফুজ্জামান পাপ্পুসহ স্থানীয় ক্রিকেট প্রেমিক কয়েকশ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় সাচার জুনিয়র ক্লাব, নয়াকান্দি বড়বাড়ী সমাজ কল্যাণ একাদশ হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
কচুয়া ঃ ক্রিকেট টূর্ণমেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।