মানিক দাস,
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশে গত ২২ জানুয়ারী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে প্রার্থী ও ভোটারদের মুহুমুহু চিৎকার চেচামেচিতে পুরো এলাকা সরগম হয়ে উঠে। এদিকে স্বতন্ত্র প্রার্থী থেকে প্রত্যাহার করে নেওয়া সভাপতি আলহাজ্ব অ্যাড. ইকবাল বিন বাশার পুর্বের বছরের মতো এ বছরও ভোটারদেরকে পিঠা আর কাচা খেজুরের রস খাইয়ে জাগ্রত রেখেছিলেন। তিনি জানান এটা তার ব্যক্তিগত কর্মকান্ড। নির্বাচনকে ঘিরে আদালত প্রাঙ্গনে সকাল থেকে যেন আনন্দের বন্যা বয়ে গিয়েছে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাড. মোঃ কামরুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. মোঃ নুরুল্লাহ ও অ্যাড. আতিকুর রহমান, রিটার্নিং অফিসার থাকেন অ্যাড, সাইয়েদুল ইসলাম বাবু।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দুটি প্যানেল ভোট যুদ্ধে অংশ নিয়েছে। একটি হলো আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও অপরটি হলো বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী সমন্বয় পরিষদ। এ দু’টি প্যানেল থেকে ১৫ জন করে ৩০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা হলেন সভাপতি পদে : অ্যাড. জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মোঃ সহিদ উল্যাহ কায়সার, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. নওশেদ আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক অ্যাড. মুহাম্মদ হারুন অর রশিদ, সম্পাদক ফরমস অ্যাড. মোহাম্মদ নুরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরী আঃ মোঃ বিল্লাল হোসেন, সম্পাদক সমাজ কল্যাণ ও সেমিনার অ্যাড. মোহাম্মদ ফারুক খান, জেনারেল অডিটর অ্যাড. সুমন চন্দ্র দেবনাথ রাজু, রানিং অডিটর মোঃ গোলাম কাউসার শামিম, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি রেজাউল করিম, সম্পাদক রেজিঃ অ্যাড. মেরাজ আহম্মেদ সিদ্দিকী, সদস্য রেজিস্টার খালেদ মোশারফ, খোরশেদ আলম, মোহাম্মদ মাহবুব আলম।
বিএনপি সমমনা আইনজীবী প্যানেল প্রার্থীরা হলেন, সভাপতি পদে অ্যাড. সেলিম আকবর, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মোঃ শহিদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আমিন আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাড. মোঃ এহছানুল গণি পাটওয়ারী, সম্পাদক ফরমস অ্যাড. কাজী মোঃ শামছুল আলম জাহাঙ্গীর, সম্পাদক লাইব্রেরী অ্যাড. সাইফুল ইসলাম, সম্পাদক সমাজ কল্যাণ ও সেমিনার অ্যাড. মোঃ হামিদুর রহমান মজুমদার, জেনারেল অডিটর অ্যাড. মোঃ কামাল হোসেন মজুমদার, রানিং অডিটর মোঃ ফয়েজ উল্যাহ, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি মাসুদ প্রধানিয়া, সম্পাদক রেজিঃ অ্যাড. মাসুম হোসেন ভূঁইয়া, সদস্য রেজিস্টার মোঃ আব্দুল মান্নান খান মহিন, নিলুফা রেজওয়ানা শিল্পী, মোঃ কাইয়ুম মোল্লা।। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২শ’ ৬০ জন ভোটারের মধ্যে …..জন ভোটার তাদের ভোট প্রয়োগ করে।