জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০১৫সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয় জামে মসজিদে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে প্রধান মেহমান হিসেবে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পীরে কামেল আলহাজ্ব হযরত মাওঃ জামাল আহমাদ আতেকী, জৈনপুরী। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ এ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় ১৯৫জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।