শাহরাস্তির ঐতিহ্যবাহী ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩১৩ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম প্রথম, ২৩৭ ভোট পেয়ে হাবিবুর রহমান দ্বিতীয়, ২৩৪ ভোট পেয়ে ইব্রাহিম খলিল তৃতীয় ও ২৩২ ভোট পেয়ে মোঃ মনির হাসান চতুর্থ অভিভাক প্রতিনিধি নির্বাচিত হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান। নির্বাচনে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুখরঞ্জন দাস।