আমার কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের কাজিরগাঁও কেয়াম উদ্দিদিন হাজী বাড়ির আরিফ হোসান’এর মেয়ে আরওয়া আক্তার (৩) মৃত্যু হয়। রবিবার সকাল সাড়ে ১১ টায় নিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে মৃত অবস্থায় পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। তাকে পানি থেকে তুলে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরওয়া আক্তার আরিফ হোসেন এর একমাত্র মেয়ে নিহত আরওয়া আক্তারের মা সাবিনা আক্তার উদ্দিন কর্ম ব্যস্ত থাকায় মেয়ের খোঁজ নিতে পারেনি। এরপর তাকে খুঁজে না পেয়ে চারদিক ছোটাছুটি করতে থাকে। পরে জানতে পারে সে পুকুরে পড়ে মারা গেছে। তার মৃত্যুতে কাজিরগাঁও গ্রামে শোকের ছায়া নেমে আসে। ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি মোঃ জসিম উদ্দিন বলেন সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যাই, হাসপাতালে না পেয়ে কবির নিয়ে জানে তাকে আজও স্থানে আনা হয়েছে। সেখান থেকে থানায় এসে দেখি আরওয়া আক্তারের লাশ তার মামার কোলে, সেখানে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেম ছাড়াই নিজ বাড়িতে পারিবারিক ভাবে কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। বাড়ীর লোকজন বলেন মেয়েটি অনেক সুন্দর ছিল। সব সময় সবার সাথে মিলে মিশে থাকতো।