বিনোদন ডেস্ক : আগের কোনো সূত্র নেই। ঘটনা যা ঘটার তা ঘটেছে আপনাআপনি। বলিউডে হালের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এবং সাবেক পর্নো তারকা সানি লিওন এখন পর্যন্ত একসঙ্গে কোনো সিনেমায় কাজ না করলেও তাদের দুজনের ক্ষেত্রে দারুণ একটি মিল খুঁজে পাওয়া গেছে। সেই মিলের সূত্র ধরে এখন তারা একে অপরের শত্রুতে পরিণত হয়েছেন। সূত্রটি হচ্ছে তারা দুজনেই জন্মনিয়ন্ত্রণ পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। তবে কে প্রথম মডেল হয়েছেন, তা নিয়ে দুজনের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে।
রণবীর জন্মনিয়ন্ত্রণ পণ্যের বিজ্ঞাপনটিতে কাজ করার পরে দাবি করেন, বলিউডে তিনিই প্রথম কোনো তারকা, যে কিনা এ ধরনের সাহসী কাজ করলেন।
তবে রণবীর কাজটি করার পর সানি লিওন মুম্বাই শহরে প্রচার করতে থাকেন, তিনি যত কিছুই বলুন না কেন, বলিউডে জন্মনিয়ন্ত্রণ পণ্যের বিজ্ঞাপনের প্রথম মডেল নন রণবীর। আর সানির এ ধরনের মন্তব্যের কারণও তিনি পরিষ্কার করেন। তিনি বলেন, রণবীর সিং তাকে অনুসরণ করেছেন মাত্র।
এ বিষয়ে ভারতের অনলাইন সংবাদমাধ্যম ডিএনএর এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মিডিয়ায় প্রকাশিত এ খবর দেখে দারুণ বিরক্ত রণবীর। এমনকি তিনি নাকি মিডিয়ার সামনে খবরটি নিয়ে কথাও বলেছেন। রণবীর বলেছেন, সানি লিওনও যে কোনো জন্মনিয়ন্ত্রণ পণ্যের বিজ্ঞাপনের মডেল হয়েছেন, তা তিনি আগে জানতেন না। আর এটা জানলে কখনোই বিজ্ঞাপনটিতে কাজ করতেন না।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া। –