আমার কণ্ঠ রিপোর্ট-
পুলিশ ও র্যাবের তালিকাভুক্ত চট্টগ্রাম বিভাগের শীর্ষ মাদক ব্যবসায়ী, ৪৫টি মামলার আসামী, হাজীগঞ্জের কাজী দুলালকে গতকাল রোববার আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলমের নেতৃত্বে এদিন সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার টোরাগড়স্থ তার বাসা থেকে তাকে আটক করা হয়। সে টোরাগড় এলাকার কাজী বাড়ির মেন্দু কাজীর ছেলে।
আটক দুলালের বিরুদ্ধে মামলা ও সাধারণ ডায়েরীসহ ৪৫টি অভিযোগ রয়েছে। সর্বশেষ চলিত বছরের ২৪ জুলাই হাজীগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ এবং ১৯৯০ খ্রিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর টেবিল ৯ (খ) ধারায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং ২০। ওই তারিখে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, ডিবি পুলিশ ও হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তার আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ইয়াবাসহ তার দ্বিতীয় স্ত্রী নার্গিস আক্তারকে আটক করা হয়। এরপর থেকেই সে পলাতক ছিলো।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম জানান, তাকে আটক করার জন্য দীর্ঘদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত ছিলো। অবশেষে তাকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার এ অভিযান অব্যাহত থাকবে।
কাজী দুলালকে আটকের ঘটনায় চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আমির জাফর বলেন, তাকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। সে একাধারে একজন ভূমিদস্যু, শীর্ষ মাদক ব্যবসায়ী, বহু অপকর্মের হোতা এবং একজন শীর্ষ সন্ত্রাসী। তার বাড়ির পাশে যে একটি খুন হয়েছে সেখানেও তার হাত থাকতে পারে। আগামীকাল আমরা তাকে আদালতে তুলবো এবং রিমান্ড আবেদন করবো। সন্ত্রাসী যতো শক্তিশালীই হোক না কেনো তাকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে।