হাজীগঞ্জে নিজের ২ শিশু সন্তানের মায়া ছেড়ে এক গৃহবধূ উধাও হওয়ার ঘটনা ঘটেছে। যাওয়ার সময় ঐ গৃহবধূ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় গৃহবধূর শাশুড়ি বাদী হয়ে বৃহস্পতিবার হাজীগঞ্জ থানায় একটি ডায়েরি করেছেন। যার নং-২৬৮।
ডায়েরির সূত্রে জানা যায়, উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নের গৌড়েশ্বর এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে ইব্রাহিম খলিল দীর্ঘদিন যাবৎ প্রবাসে রয়েছেন। ইব্রাহিমের স্ত্রী একই উপজেলার বাউড়া গ্রামের ডাঃ আব্দুল কুদ্দুছের মেয়ে। কিন্ত কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূ গত ৭ নভেম্বর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায়। এ সময় সে তার ৭ বছর বয়সী উম্মে হাবিবা ও ১৪ মাস বয়সী মরিয়ম আক্তার নামে দুটি সন্তান রেখে যায়। এ ঘটনায় গৃহবধূর বাবার বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় শাশুড়ি মনোয়ারা বেগম হাজীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরীটি করেন। সে সাথে পারিবারিকভাবে গৃহবধূকে উদ্ধারের জন্য সন্ধান চালিয়ে যাচ্ছেন। সন্ধান প্রার্থীর মোবাইল নম্বর-০১৭১৪-৩৯৭৬৯৭।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।