চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মান্নান খান বাচ্চুকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিশেষ মতা আইনে তাকে আটক করে জেলহাজতে প্রেণ করা হয়। এছাড়াও আরো কয়েকজনকে আটক করা হয়েছে বিভিন্ন সূত্রে জানাযায়। কিন্তু তাদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, চাঁদপুর-৫ আসনের বিএনপি প্রার্থী মমিনুল হকের বাড়ি থেকে বের হওয়ার সময় আবদুল মান্নানকে আটক করা হয়।