রাশেদুজ্জামন-
হাজীগঞ্জ ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের প্রায় দুকিলোমিটার রাস্তার বেহাল দশায় সৃষ্টি হয়েছে। যারফলে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। রায়চোঁ বাজার থেকে আড়–লী পর্যন্ত এই রাস্তার এ অবস্থা লক্ষ করা গেছে। রাস্তাটির মধ্যে বৃষ্টির পানি জমে বড় বড় খাণাখন্দের সৃষ্টি হয়েছে। যার কারনে যানবাহন চলাচলে বাধার সম্মুখিন হয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার দরুন পথচারীদের চলাচলে বিঘœ ঘটছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন হালকা ও ভারী যানবাহন চলাচল করে। এলাকাবাসী জানায় সড়কটি দ্রুত মেরামত করা না হলে যে কোন সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী উক্ত সড়কটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।