কাউছার আহাম্মদ রিপন ॥
চাঁদপুরের হাজীগঞ্জে পিস্তলের গুলি ও শর্টগানের কার্তুজসহ তাফাজ্জল হোসেন ওরফে রিপন(২৪) নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। রোববার রাত পৌনে এগারটায় পৌরসভাধীন হাজীগঞ্জ বাজারস্থ পপুলার হাসপাতালের পিছনে অবস্থিত কাদের সর্দারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মনির হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকাল তাফাজ্জল হোসেনকে পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, কাদের সর্দারের বাড়িতে রাত পৌনে এগারটায় একদল যুবক মাদক সেবনের খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। থানার উপ-পরিদর্শক মনির হোসেন তাফাজ্জল হোসেনের কক্ষের স্টীলের আলমারি তল্লাশী করে কার্তুজ ও গুলি উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলে থাকা ৪ যুবককে থানায় আনা হয়। মাদক সেবন ও তাস খেলার অভিযোগে ভ্রাম্যমান আদালত ৪ যুবকের অর্থদন্ড করেন।
এসআই মনির হোসেন জানান, তাফাজ্জল হোসেনকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।