জহিরুল ইসলাম জয় ॥
হাজীগঞ্জে গভীর রাতে ৫ ডাকাত ঘরে ঢুকে গৃহকর্তীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতি কালে প্রত্যেক ডাকাতের মুখে কালো মুখুশ পরিহিত ছিলো। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে হাজীগঞ্জ উপজেলা ৫নং সদর ইউনিয়নে সুবিদপুর উত্তর পূর্বপাড়া মিজির তাজুল ইসলামের বসতঘরে ঘটেছে।
ভূক্তভোগী গৃহকর্তী মুন্নী বেগম ডাকাতীর ঘটনা বর্ণনা দিতে গিয়ে চোখের জল ছেড়ে বলেন, তার স্বামী তাজুল ইসলাম ওই দিন রাতে বাড়ি ফিরতে দেরী হয়েছে। এর আগে কে বা কাহারা ঘরের দরজা খুলতে বললে ঘুম চোখে নিয়ে প্রতিদিনের ন্যায় দরজা খুলতেই ৪/৫ জন মুখোশদারী ডাকাত তার মুখে ছাপা দিয়ে অস্ত্র ঠেকিয়ে সুুকেইছ ও আলমারীর ছাবি খোজ করে। তাদের অবস্থা দেখে জ্ঞান হারিয়ে মুন্নী বেগম মাটিতে লুটে পড়ার পর পুরো ঘরের তল্লাশী করে নগদ ১ লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতদল। জ্ঞান ফিরার পর এ দৃশ্য দেখে ডাক চিৎকার দিলে গ্রামের মানুষ ছুটে এসে ডাকাতের তান্ডব লীলা দেখতে পায়। গ্রামবাসী ছুটে আসার পূর্বেই ডাকাতদল পালিয়ে যায়।