বিশেষ প্রতিনিধি ঃ হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের আড়ুলী মুন্সী বাড়ি নিবাসী পীরে কামেল মরহুম সিরাজ উদ্দিন (রঃ) এর বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিল সম্পূর্ণ হয়েছে গত শনিবার।
মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করেন চট্টগ্রাম ডেন্টাল কলেজের প্রভাষক মাওলানা এ.এইচ.এম ইয়াছিন সাহেব।
মাহফিলের প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ইসলামিক আলোচক মাওলানা নাছির উদ্দিন হেলালী ।
মাহফিলে আরও ওয়াজ কররেন সাদ্রা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিকি।
চাঁদপুর ট্রাক ঘাট বয়তুসালাম জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মোস্তফা, বড়কুল আল আমিন হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ হাফেজ মুজাম্মেল হক।
আড়ুলী মুন্সী বাড়ির দারুচ্ছালাম জামে মসজিদের ইমাম মাওঃ হাফেজ রাসেদ আলম। মাহফিলের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পরান ও হাজীগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর ছিদ্দিকি। মাহফিল পরিচালনা করেন মাওঃ সিরাজউদ্দিন মোঃ মাসুম