সাংবাদিক ইকরাম চৌধুরী গুরুতর অসুস্থ : দোয়া কামনা
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রেসকাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর দপর্ণের পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার, জাগো নিউজ অনলাইনের চাঁদপুর জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক নেতা ইকরাম চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত কদিন আগে প্রচন্ড বুক ব্যথা অনুভব করলে অনেকটা নিরবে ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কাডিওলজি বিভাগে ভর্তি করা হয় । প্রাথমিকভাবে পরীা-নিরীায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছে ।
বর্তমানে ডাক্তারদের পরামর্শে সদর হাসপাতালে নিবিড় পর্যবেনে রয়েছে । তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হবে বলে হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানিয়েছে ।
এদিকে হাসপাতাল বেডে অসুস্থ সাংবাদিক ইকরাম চৌধুরী শুক্রবার জানান,আমি অসুস্থ হয়ে গত দুদিন আগেই সদর হাসপাতালে ভর্তি হয়েছি । এখানে ভালো চিকিৎসা চলছে । তবে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ঢাকায় যেতে হতে পারে ।
হাসপাতালে ভর্তির বিষয়টি পরিবারের সদস্য ছাড়া সহকর্মীসহ কাউকে জানায়নি । কাউকে বিরক্ত করতে চাইনি । হাসপাতালে বেশী লোকজনের উপস্থিতি যাতে না হয় সেই অনুরোধ করা হয়েছে । এতে চিকিৎসা কার্যক্রম ব্যহত হতে পারে । তবে তিনি জানান,সবাই যাতে আমার জন্য দোয়া করে ,দ্রুত যাতে সুস্থ হয়ে উঠতে পারি ।