কাউছার আহমেদ রিপন ॥
বর্তমান সরকারের প্রতিহিংসামূলক কর্মকান্ডের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা যে হারে অসহায় লোকজনের উপর নির্যাতন নিপিড়ন চালিয়ে যাচ্ছে, এটি সারা বিশ্বের মিডিয়া ঢালাও ভাবে প্রচার করছে। তবে কিছু মিডিয়া সরকারের ভুল ত্র“টি না দেখিয়ে সরকারের ভালো দিকগুলো প্রচার করে যাচ্ছে। গতকাল যুবদলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে উপরোক্ত কথাগুলো বলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।
উপজেলা যুবদলের সভাপতি মো. আক্তার হোসেন দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহ্মুদ হোসেন মোল্লা।
পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রহমান মিয়াজী,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, পৌর বিএনপির সদস্য সচিব নাদিম উল্যাহ্ নাদিম, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য মিজানুর রহমান লিটন, চাঁদপুর জেলা বিএনপি’র যুবদলের সহ-সভাপতি আবু নাফের শাহ্।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর যুবদলের সভাপতি শাহাদাৎ হোসেন ফখরুল, সাধারণ সম্পাদক এমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউছার আহমেদ রিপন, যুগ্ম আহবায়ক শাহীন মজুমদার, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু ছায়েম মিয়াজী, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ খানসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।