মাসাজো নোনাকা
অনলাইন ডেস্ক :
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের নাগরিক মাসাজো নোনাকা গতকাল রবিবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১১৩ বছর। জাপানের সংবাদমাধ্যমে এ খবর জানিয়েছে।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী মানব ইতিহাসে যে বছর রাইট ভ্রাতৃদ্বয় প্রথম বিমান উড়িয়েছিলেন, এর দুই বছর পর ১৯০৫ সালের জুলাইয়ে মাসাজো নোনাকার জন্ম। তাঁর জন্মের মাত্র কয়েক মাস আগে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তাঁর আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশ করেন।
গত বছর স্পেনিয়ার্ড ফ্রান্সিসকো নুনেজ অলিভেরার মৃত্যুর পর গিনেস বুকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে মাসাজোর নাম ওঠে। সে সময় তাঁর বয়স ছিল ১১২ বছর ২৫৯ দিন।
কিউদো নিউজকে মাসাজোর নাতনি ইয়োকো বলেন, ‘তাঁকে হারিয়ে আমরা মর্মাহত। তিনি আমাদের পরিবারকে অকারণ ব্যতিব্যস্ত না করেই চলে গেছেন।’
মাসাজোর ছয় ভাই ও এক বোন। তাঁরা আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মাসাজো ১৯৩১ সালে বিয়ে করেন এবং পাঁচ সন্তানের জনক হন। তাঁর স্ত্রী হাতসুনো মারা যান ১৯৯২ সালে। আর পাঁচ সন্তানের মধ্যে দুই সন্তান বেঁচে আছেন। মাসাজো কর্মক্ষেত্র থেকে অবসরগ্রহণের পর বাড়িতেই থাকতেন। টেলিভিশনে সুমো কুস্তি দেখা আর মিষ্টি খাওয়া ছিল তাঁর সবচেয়ে পছন্দের।
মানুষের জীবনকালের নিরিখে জাপানিরা সাধারণত দীর্ঘায়ু হয়। সমীক্ষকরা জানিয়েছেন, এর আগে ১১৬ বছর বেঁচে রেকর্ড গড়েছিলেন জাপানের জিরোমন কিমুরা। ২০১৩ সালের জুন মাসে মারা যান তিনি। সূত্র : এএফপি।