শাহরাস্তিতে জনসচেতনতা সৃষ্টি করতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মেহার ডিগ্রি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। “শুভ কাজে সবার সাথে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন “সুহৃদ সমাবেশ” আয়োজিত প্রচারাভিযানের লক্ষ্য মাদকের অপব্যবহার, বাল্য বিয়ে ও যৌন হয়রানি (ইভটিজিং) প্রতিরোধ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক মামুন। সুহৃদ সমাবেশের উপদেষ্টা সাংবাদিক হাসানুজ্জামানের উপস্থাপনায় ও সুহৃদ সমাবেশের চেয়ারম্যান ইমতিয়াজ সিদ্দিকি তোহার সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেহের ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ যদু চন্দ্র শীল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উক্ত কলেজের অধ্যাপক মোঃ ফখরুল ইসলাম, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুক আহম্মেদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান বেপারী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি এম.এ আউয়াল মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ দিলদার আজাদ, সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন হৃদয়, অর্থ সম্পাদক শাহাজাহান লিটন, কার্যকরী সদস্য কাজী মোঃ রুবেল, বোরহান উদ্দিন মিয়াজী ও উপজেলা ছাত্রলীগ নেতা ইসকান্দার মিয়া সুমনসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক এবং শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে সুহৃদ সমাবেশের সহযোগি প্রতিষ্ঠান চমক ক্রিকেটার্সের জার্সি উম্মোচন করেন প্রধান অতিথি।