মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তিতে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সি.ভি.ডি.পি) বিষয়ক যৌথ মাসিক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১ টায় মালরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে মালরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মালরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ কবিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোঃ সাখাওয়াত হোসেন মজুমদারের সঞ্চালনায় যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ তাজুল ইসলাম, সমবায় কর্মকর্তার কার্যালয়ের মাঠ সহকারী মোঃ শেখ সোবহান, রহিমা আক্তার ইতি।
সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সি.ভি.ডি.পি) বিষয়ক যৌথ সভায় উপজেলার বিভিন্ন সমিতির সভাপতি, সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সমিতির আয়-ব্যয় ও ঋণ আদায় সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়।