মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তিতে রেল লাইনে দায়িত্বরত আনসার সদস্যদের সহযোগিতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন।
২৩ ফেব্র“য়ারী রাত সাড়ে ৮ টায় রেলে দায়িত্বরত উপজেলা আনসার কমান্ডার ও অঙ্গীভূত পিসি মোঃ আব্দুস ছাত্তার মজুমদার ও সহযোগি ৩ আনসারের সহযোগিতায় নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগ্রামী মেঘনা এক্সপ্রেস ট্রেন।
আনসার কমান্ডার আব্দুস ছাত্তার জানান, সোমবার রাত সাড়ে ৮ টায় ৩ জন আনসার সদস্য সহ মেহের স্টেশন থেকে রেল লাইন চেক করে নাওড়া রেল গেইট যাওয়ার সময় চাঁদপুর লাকসাম রেল লাইনের ২১ নং ব্রীজের পশ্চিম পার্শ্বে সাহাপুর মজুমদার বাড়ী এলাকায় দেখতে পান, রেল লাইনের শ্লিপার মাঝখান দিয়ে ভেঙ্গে আলাদা হয়ে আছে। তাৎক্ষণিকভাবে শাহরাস্তি উপজেলা আনসার ভিডিপি অফিসার, জেলা আনসার কমান্ড্যান্ট ও শাহরাস্তি মডেল থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক এস.আই রফিকুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মাসুম রানা সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে লাকসাম রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে রেলওয়ের মেকানিক দ্রুত এসে রেল লাইনের ভাঙ্গা অংশে পিস প্লেট লাগিয়ে রেল লাইন সচল করে। এ বিষয়ে মেহের রেল স্টেশন মাষ্টার মোঃ রফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম যাওয়ার সময় রেল লাইনটি ফেটে যায়। আনসার সদস্যরা ঘটনাটি দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করে। এ সময় মেহের স্টেশনগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম রেল স্টেশনে অবস্থান করছিল। রেল কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবহিত হয়ে, রেলওয়ে মেকানিকদের দিয়ে তাৎক্ষণিক লাইনটি মেরামত করে রেল লাইনটি সচল করলে রাত পৌনে ১২ টায় আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি মেহের স্টেশনে আসে।