মুক্তির দাবিতে জেলা সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলহাজ্ব অ্যাড, জাহাঙ্গীর খাঁন, ছাত্রদলে সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. জুয়েল ও বর্তমান আহ্বায়ক ফয়সাল গাজী বাহারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা সেচ্ছাসেবক দল। গত রবিবার বিকেল ৪টায় শহরের যমুনা মোড় চৌরাস্তা থেকে জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী ঢালীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোলেমান ঢালী, শহর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ আহম্মেদ চোকদার, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিজি। এছাড়াও বিক্ষোব মিছিলে সেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে জেলা নেতৃবৃন্দ ছাড়াও শহর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন বেপারী, ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির পাটোয়ারী, আক্তার হোসেনের মুক্তি ও জেলা সেচ্ছাসেবক দলের দসস্য জহিরুল ইসলাম, বাচ্চু গাজীর মামলা প্রত্যাহারের দাবী জানান জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী ঢালী।
ক্যাপশন ঃ শেখ ফরিদ আহম্মেদ মানিকের মিথ্যা মামলা প্রত্যাহার ও জাহাঙ্গীর খাঁনের মুক্তির দাবিতে
জেলা সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল