মতলব উত্তরে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, নেতাদের কথায় বিভ্রান্ত হয়ে দলের প্রতি আস্থা হারিয়ে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দিচ্ছেন।
শুক্রবার দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর নিজ বাড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম স্থানীয় বিএনপির শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন।
মন্ত্রী মায়া বলেন, বিএনপি নেতাদের কথা ও কাজে মিল না পাওয়ায় নেতা-কর্মীরা আস্থা হারিয়ে ফেলছেন। তারা যেটা বলে তার বিপরীত হয়। মানুষ তাদের কাছ থেকে সরে এসেছে। যার প্রমাণ শত শত নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান।
ত্রাণ মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যতবার মতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। আর এই সরকার মতায় আছে বলেই মতলব সেতু করতে পারছি। শুধু মতলব নয়, সারা বাংলাদেশেই আওয়ামী লীগ সরকার উন্নয়ন করছে। আর এ উন্নয়ন দেখে সাধারণ মানুষ খুশি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে কঠোর ভূমিকা রেখেছেন। আওয়ামী লীগ সরকার মতায় আসার পর দেশে শিার হার বেড়েছে, দেশের উন্নয়ন হয়েছে এবং ভবিষতেও হবে।
মতলব উত্তর উপজেলা বিএনপি যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন বেপারী, জহিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মনজুর আহমদ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতা ও ইউপি সদস্য মো. দুলাল প্রধান দুই শতাধিক বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জ, জেলা পরিষদের প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম হাওলাদার, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি সামছুল হক চৌধুরী বাবুল প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।