জিসান আহমেদ নান্নু-
বিশিষ্ট নাট্যকার ও সমাজ সেবক মোঃ জাফরুল ইসলাম খোকন কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী উজানী হাজী আলেকজান আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে পূনঃ মনোনীত হয়েছেন। গতকাল রবিবার কুমিল্লা শিক্ষাবোর্ড বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে বোর্ড পরিদর্শক সুমেশ কর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিশিষ্ট নাট্যকার ও সমাজ সেবক জাফরুল ইসলাম খোকন এ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ছাড়াও কচুয়া স্বদেশ সাংস্কৃতিক সংসদের সভাপতি, সাবেক এমপি মরহুম খন্দকার অ্যাড. আব্দুল আউয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে দীর্ঘদিন জড়িত রয়েছেন। নাট্য ব্যাক্তিত্ব জাফরুল ইসলাম খোকন উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামীলীগের সদস্য কাজী জহিরুল ইসলাম টগর, আবুল খায়ের মাস্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান মিন্টুসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে জাফরুল ইসলাম খোকন উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় বলেন, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের ফলাফল, সামগ্রিক উন্নয়ন বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।
বাদী পরিবারকে হুমকি ধমকি