ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন মেজর অব.রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
পৌনে ২৪ কোটি টাকা ব্যয়ে মঙ্গলবার হাজীগঞ্জে জেলা পরিষদ মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন
জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান পাটওয়ারীর আন্তরিক চেষ্ঠায় সকল বাধা দুর করে আনুষ্ঠানিক শুরু
আমার কণ্ঠ রিপোর্ট
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হাজীগঞ্জ পশ্চিমবাজারে জেলা পরিষদ মার্কেট নিমার্ণ কাজ আগামী মঙ্গলবার সকাল ১০ আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তুরস্থাপন করবেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান পাটওয়ারীসহ বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
জেলা পরিষদ মার্কেট নিমার্ণ নিয়ে র্দীঘ বছর নানা জটিলা থাকার কারণে মার্কেট করা সম্ভব হয়নি। জেলা পরিষদ চেয়ামর্যান আলহাজ্ব ওচমান পাটওয়ারীর আন্তরিক চেষ্ঠায় এবং প্রাশনেস বিভিন্নস্থরের ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় সকল বাধা দুর করে আনুষ্ঠান অত্যাধুনিক ডিজাইনের এ মার্কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করা হবে। ইতি মধ্যে মার্কেটের দোকান টেন্ডারের মাধ্যমে দেয়া হয়েছে।
প্রায় পৌনে ২৪ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদ মার্কেট নির্মাণ করার জন্য টেন্ডারের মাধ্যমে কাজ করবেন যৌথভাবে টেকবি-আহসান(যেভি)। আগামী দেড় বছরের মধ্যে এ মার্কেটের নির্মাণ কাজ শেষ করতে হবে। ৬লা ভিত বিশিষ্ট চার তলা মার্কের নির্মাণ হবে। এ মার্কেটে থাকবে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধাসহ লিফট। এ মার্কেট হলে পাল্টে যাবে হাজীগঞ্জ বাজারের উন্নয়নের দৃশ্য। আরো গতিশিল হবে ব্যবসায়িদের ব্যবসা বাণিজ্য।
হাজীগঞ্জ বাজাররের কয়েক জন ব্যবসায়ির সাথে কথা হলে তারা বলেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের পইে সম্ভব সকল ধরণের উন্নয়ন করা। অতীতের অনেকেই চেষ্ঠা করেছে কিন্তু সম্ভব হয়নি। তারা বলেন আগামী নির্বাচনে আমরা মেজর অব রফিকুল ইসলামের মার্কায় নৌকায় ভোট দিয়ে প্রতিদান দিতে হবে। আগামীতে যেন তিনি আমাদের অসমাপ্ত কাজ শেষ করতে পারেন।