পর্দার বাইরে তিনি বোল্ড না। বললেন, এতটা বোল্ড আমি নই। যতটা আমায় ক্যামেরার সামনে দেখা যায়। কিন্তু, আমি বোল্ড আছি আমার পোশাকে। ক্যামেরার সামনে যেরকম চরিত্র আমাকে দেওয়া হয় সেটা ক্যারি করি।
কমলিকা এক সাক্ষাৎকারে বলেন, প্রথমদিকে অসুবিধা হতো। একটি ছবিতে আমার গোসল করার দৃশ্য ছিল। সেটাই এখন সোশাল মিডিয়াতে একটু অন্যভাবে দেখা যায়। বলা হয়, কমলিকা চন্দ টেকিং হট বাথ। প্রথমদিকে টু পিস পরে একটু সমস্যা হয়েছিল। কিন্তু, এখন আর হয় না।
সেটে অভিনয়ের সময় খুব একটা সমস্যা হয় না। তবে বাংলাতে কাজ করার সময় আমার খুব সমস্যা হয়েছিল একবার। সেটা ছাড়া মুম্বাইয়ে বোল্ড সিনে কাজ করতে কোনও সমস্যা হয়নি। কারণ, সবাই আমায় খুব হেল্প করেন।
কমপ্লিট নগ্ন হয়ে কাজ করতে গেলে আমি কলকাতায় বসে থাকব কেন। আমি পর্ন মুভি করলে তো বেশি পয়সা পাব। আমি নিচের অংশ দেখাতে চাই না। তা ছাড়া তো আমার আগের সব ছবিতে উপরের অংশ সবটাই দেখিয়েছি। অনেকে বলে কলকাতায় কাস্টিং কাউচ নাকি কম। আমি তো বলব কলকাতাতেই সবথেকে বেশি!