নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে সুমন মিয়া (৩০) নামে এক ব্যক্তি। নিহতরা হলেন ময়না বেগম (২৯) ও তার মেয়ে নূরজাহান আক্তার স্বপ্না (১৩)। শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল মুক্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দাসহ সুমন মিয়াকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, শুক্রবার গভীর রাতে স্ত্রী ময়নার সঙ্গে সুমনের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শনিবার ভোর ৪টার দিকে ঘরে থাকা ধারালো দা দিয়ে প্রথমে ময়না ও বাধা দিতে এলে মেয়ে স্বপ্নাকে কুপিয়ে জখম করে সুমন। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। ঘটনার পর ঘরে কিছুক্ষণ বসে ছিল সুমন। পরে স্থানীয়রা বাইরে থেকে দরজা বন্ধ করে দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে বলে জানান ওসি। সুমন মিয়ার বাড়ি আখাউড়ায়। সে ওই এলাকার শুক্কুর মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।