ডেস্ক রিপোর্ট : কেকেআরের জয় মানে পুরো কলকাতারই জয়। কেকেআরের আইপিএল ফাইনালে ওঠার আনন্দে তাই কলকাতা হয়ে ওঠে উৎসবের নগরী। কলকাতাবাসীর এই উচ্ছ্বসিত ধারায় ভাষা হারিয়ে ফেলেন কেকেআর কর্ণধার কিং খানও। আনন্দে আত্মহারা শাহরুখ বুঝতে পারছিলেন না।
তাই ম্যচ শেষ হতেই অভিবাদন জানাতে সরাসরি কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে যান। তখন ৮ টা ৮০ মিনিট (স্থানীয় সময়)। অর্থাৎ ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই।
শাহরুখ আসার খবর পেয়েই বাড়ির বাইরে বেরিয়ে আসেন মমতা। শাহরুখকে শুভেচ্ছা জানান। শাহরুখ কালীঘাটে পৌঁছতেই তাকে ঘিরে নামে উচ্ছ্বসিত মানুষের ঢল। বাড়িতে ঢুকে প্রায় ৩০ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কিং খান। এই সাক্ষাৎকার সৌজন্যমূলক বলেই উল্লেখ করেন কিং খান।
রাজ্য যেখানে উচ্ছ্বসিত, মুখ্যমন্ত্রীও সেখানে সমান উচ্ছ্বসিত। যান কিং খান বাড়িতে যাওয়ার পর সে উচ্ছ্বাস আরও বেড়ে যায় মুখ্যমন্ত্রীর।
এরপরই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী কেকেআরের জয়ে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। নাইট রাইডার্সের জয়ে তিনি গর্বিত বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। শাহরুখ ও তার পরিবারকে শুভেচ্ছাবার্তাও জানান তিনি।