প্রেস বিজ্ঞপ্তি ঃ
চাঁদপুর সদর উপজেলা নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হক বলেছেন, আমাদেরকে আলোকিত মানুষ হতে হবে। সৃজনশীল মানুষ হতে হবে। মেধার বিকাশ ঘটাতে হবে। শুধুমাত্র পুথিগত বিদ্যা অর্জন করলেই চলবে না, বাহ্যিক জ্ঞানও থাকতে হবে। তিনি বলেন, স্বাধীনতা দিবসের অনেক তাৎপর্য রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের রেসকোর্স ময়দানের ভাষনেই স্বাধীনতার দিকনির্দেশনা ছিল। সেই ভাষনে বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানানো হয়। তিনি বলেন, সদরের মধ্যে এ কলেজটি অনেক পুরনো ও ঐতিহ্যবাহী। নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে। আশা করি ভালো ফলাফলের মাধ্যমে উচ্চ শিক্ষায় আরো একদাপ এগিয়ে যাবে। আমি এসব প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা করবো। ২৬ মার্চ সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজের উদ্যোগে মাঠ প্রাঙ্গনে স্বাধীনতা ও জাতীয় দিবস এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হক এ কথাগুলো বলেন। জিলানী চিশতী কলেজ দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রুশদীর সভাপতিত্বে কলেজ গভনির্ং বডির সদস্য ও উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আবদুল হান্নান সবুজ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাসেম দুলু, শাহতলী উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি আবদুল মতিন তপাদার ভুট্রো, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, হামানকর্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার, মহিলা ইউপি মেম্বার ফিরোজা বেগম, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য আবদুল মালেক মুন্না, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজ সহকারী অধ্যাপক মোঃ নুরুল আলম, প্রভাষক আলেয়া আক্তার, প্রভাষক জহিরুল ইসলাম মুরাদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দিদার হোসেন মিজি, পরীক্ষার্থী নুস্পা আক্তার, মোঃ কাউসার খান, প্রথম বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার ও সাইফুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির সদস্য দেলোয়ার হোসেন দেলু,গভনির্ং বডির মহিলা সদস্য আয়েশা বেগম, প্রাক্তন সদস্য আবুল হোসেন গাজী, প্রাক্তন ইউপি মেম্বার সফিক কারী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক কারী, অভিভাবক মোস্তফা মিজি, হামানকর্দী হাই স্কুলে সহকারী শিক্ষক লোকমান হোসেন। অনুষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হক ও জিলানী চিশতী কলেজ দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী। সবশেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ছোহাইল আহমেদ চিশতী ।