হাসানুজ্জামান ঃ
বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ আসরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহনে দেশবাসীর মত শাহরাস্তিবাসীও শুভ কামনা করছেন। এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার সকালে উপজেলার বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় দলকে অভিনন্দন ও শুভ কামনায় আনন্দ সমাবেশ করে। সামাজিক সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহবুব আলম চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক গৌতম কুমার পোদ্দার, সিনিয়র শিক্ষক মজিবুল হক, নেহার চন্দ্র সূত্রধর, মনির হোসেন, গাজী কবির হোসেন, মোঃ নূর উদ্দিন, মোঃ ছায়েদ আলী, মোঃ গোলাম মোস্তফা প্রমূখ।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) শাহরাস্তি প্রিমিয়ার লীগের (এসপিএল) উদ্যোগে এক অভিনন্দন র্যালী বের হয়। এতে বিভিন্ন পেশাজীবি ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেয়। তাদের মধ্যে বিশেষ ভাবে সুহৃদ সমাবেশের উপদেষ্ঠা, বাংলাদেশ কবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হাসানুজ্জামান, সমাবেশের চেয়ারম্যান ইমতিয়াজ ছিদ্দিকী তোহা, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন হৃদয়, অর্থ সম্পাদক শাহজাহান লিটন, কার্যকরী সদস্য কাজী মোঃ রানা, কাজী মোঃ রুবেল, বোরহান উদ্দিন মিয়াজী উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে র্যালীতে অংশ নেন, শাহরাস্তি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুক আহম্মেদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা এসকান্দর মিয়া সুমন ও মেহার ডিগ্রী কলেজ দ্বাদশ শাখার ছাত্রলীগ সভাপতি ইয়াছিন বাদশা। র্যালী শেষে আলোচনায় বক্তারা-২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের শুভ যাত্রা ও মঙ্গল কামনা করেন।