আমার কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের টানা ২য় মেয়াদের চেয়ারম্যান আলহাজ আবদুল হাদি ৫ বারের মতো উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী স্বাক্ষরিত এক টিটিতে এ তথ্য জানা গেছে। সাথে সাথে পুরুস্কার স্বরুপ ৬৮ হাজার টাকা প্রদান করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে আলহাজ আবদুল হাদি সমর্থক ও ইউনিয়ন বাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।
আবদুল হাদি বলেন আমি সব সময় মানুষের কল্যাণে কাজ করে আসছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর মানুষের ভালোবাসায় আরো দায়িত্ব বেড়ে য্য়া। যার জন্য আমি চেষ্ঠা করেছি ১০ বছর যাবত এলাকার মানুষের কল্যাণে কাজ করা। তাই সরকার আমার কার্মের মুল্যায়ন করেছে আর এলাকাবাসীর মুখ আমি উজ্জল করেছি।