চৌধুরী ইয়াসিন ইকরাম ॥ চাঁদপুর সুতা ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ২২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুতা বিতানের সত্বাধিকারী শ্রীরুপ বর্মন, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মেসার্স গোপাল দেবনাথের পরিচালক আশীষ দেবনাথ। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুরাণ বাজার সুতাপট্টি মিন্টু রায়ের দোকানে অনুষ্ঠিত নির্বাচনে ৭টি পদে মধ্যে বিনা প্রতিদ্ধন্দিতায় ২জন আগেই নির্বাচিত হয়েছেন। ৫টি পদের জন্য গত নির্বাচনে অংশনেন ১০জন প্রার্থী। এতে ৪৩ ভোটারের ভোটে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মিন্টু রায় ও সহকারী নির্বাচন কমিশনার সুভাষ রায়। নির্বাচনে অন্যান্য পদে জয়লাভ কারীরা হলেন, সহ-সভাপতি (বিনা প্রতিদ্বন্দীতায়) দ্ধিজবর দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক তিমির নাথ, সাংগঠনিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দীতায়) প্রদীপ দেবনাথ, কোষাদক্ষ্য সহদেব বর্মন ও প্রচার সম্পাদক বাবুল পোদ্দার। নির্বাচন উপলক্ষে সকাল থেকে পুরাণ বাজার সুতাপট্টি এলাকায় ছিল উৎসবমুখর। নির্বাচনে অংশ নিয়েছেন তরুন ও প্রবীনরা। এতে তরুনদের জয়ের সংখ্যা ছিল বেশি।