মানিক দাস, চাঁদপুর ॥
চাঁদপুর শহরে অভিনবপন্থায় প্রতারক চক্র এক হোমিও নারী চিকিৎসককে বোকা বানিয়ে হুইল সাবানের প্যাকেট ধরিয়ে দিয়ে স্বর্নের রুলি নিয়ে চম্পট দিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেল ৩টায়। জানাযায় চাঁদপুর শহরের মরহুম আবদুল করিম পাটওয়ারী সড়কের গণি স্কুল সংলগ্ন দি হোমিও কালচার হলের চিকিৎসক মৃত ডাঃ মধুসূদন করের স্ত্রী ডাঃ স্মৃতি কনা মজুমদার তার চেম্বার বন্ধ করে দুপুরের খাবার খেতে বাসার উদ্দেশ্যে রওনা হয়। ব্যাক্তিগত কাজে বাসায় না গিয়ে তিনি হকার্স মার্কেটে যান। এসময় প্রতারক চক্র তাকে পেছন থেকে পিছু নেয়। প্রতারক চক্রের এক সদস্য ১০-১২ বছর বয়সি কিশোর ডাঃ স্মৃতি কনা মজুমদারকে একটি কাগজের প্যাকেট দেখিয়ে বলেন এর ভেতর মুদ্রা রয়েছে যা ভাঙ্গালে অনেক টাকা পাওয়া যাবে। ডাঃ স্মৃতি কনাকে ঐ কিশোর এ মুদ্রা ভঙ্গানোর সহায়তা করতে অনুরোধ করেন। ডাঃ স্মৃতি কনা দয়া দেখালে প্রতারক চক্রের ৩সদস্য একত্রিত হয়ে স্মৃতি কনার হাতে থাকা ১ভরি ওজনের স্বর্নের দুটি রুলি খুলে নিয়ে যায়। আর তাকে ধরিয়ে দেয় হুইল সাবানের ৫০০গ্রাম ওজনের একটি গুড়া প্যাকেট। ৩৭টাকা মূল্যর হুইল সাবানের গুড়া প্যাকেট ধরিয়ে দিয়ে হোমিও ডাঃ স্মৃতি কনা মজুমদারের কাছ থেকে ৬০হাজার টাকা মূল্যের স্বর্নের রুলি নিয়ে গেছে ৩ প্রতারক।