মানিক দাস, চাঁদপুর ॥
চাঁদপুরে মাদকের জন্য পিতা-মাতার সাথে অভিমান করে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত ১৯অক্টোবর রোববার রাত ১০টা থেকে ১২টার মধ্যে। চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোবানপুর গ্রামের মিয়াজী বাড়িতে। ঐ বাড়ির মাসুদ মিয়াজীর বড় ছেলে মোঃ রাসেদ মিয়াজী (১৮) স্থানীয় যুবকদের সাথে মিশে মাদকে আসক্ত হয়ে পড়ে। বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান ও মাসুদ মিয়াজী জানান রাসেদ মিয়াজী বেশ কয়েক বছর ধরে গাজা সহ-বিভিন্ন ধরনের মাদকের সাথে নিজেকে জড়িয়ে ফেলে। ঘটনার দিন মাসুদ মিয়াজী তার বড় ছেলে রাসেদ মিয়াজীকে মাদকের নেশা ছেড়ে ভালো হওয়ার জন্য বকাঝকা করে। এতে করে মাসুদ পরিবারের সাথে অভিমান রাত ১০টায় ঘর থেকে বেরিয়ে যায়। এরপর রাসেদ বাড়ির পুকুর পাড়ের একটি গাছের সাথে লাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত ১২টার পর রাসেদের চাচা পুকুরে মাছ পাহারা দিতে গেলে টর্চের আলোয় দেখতে পায় তার ভাতিজা রাসেদ মিয়াজী গলায় দড়ি বেধে ফাঁসিতে ঝুলছে। তার ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে আত্মহত্যার বিষয়টি দেখতে পায়। গতকাল ২০ অক্টোবর সোমবার সকাল ৭টায় স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান চাঁদপুর মডেল থানা পুলিশকে আত্মহত্যার বিষয়টি অবগত করলে মডেল থানার উপ-পরিদষক হামিদুল হক ঘটনার স্থল থেকে রাসেদ মিয়াজীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে নিয়ে আসে। ময়না তদন্ত শেষে বিকেলে রাসেদ মিয়াজীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।