চাঁদপুরে বিষপানে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুরত হাল রিপোর্ট তৈরি করেছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনয়নের সাবদি গ্রামে। জানাযায়, সাবদি গ্রামের বর্মন বাড়ীর মৃত খরিন্দ্র বর্মনের ছেলে সুমন বর্মণ (২০) দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলো। সে বাগড়া বাজারের একটি সেলুনে কাজ করা অবস্থায় দিক বেদিক মানসিক রোগের কারনে কাস্টমার বসিয়ে রেখে চলে যেত। তার পরিবারের লোকজন বিভিন্ন সময় সুমনকে বিভিন্ন স্থান থেকে ধরে আনতো। মৃত সুমনের পরিবার জানায়, সে শুধু মানসিক রোগে আক্রান্ত ছিলনা, তার উপর কিছুনা কিছুর আছরও ছিলো। গত ১১ জানুয়ারী সন্ধ্যায় সুমন বাড়ীর অদুরে নির্জন স্থানে বসে কীটনাশক জাতীয় বিষাক্ত ঔষধ সেবন করে অসুস্থ হয়ে পড়ে। বাড়ীর লোকজন রাতে মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত সাড়ে ১১ টায় সুমন বর্মণ চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে। গত সোমবার সকালে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ফিরোজ আলম হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য মৃত সুমন ২ ভাই ১ বোনের মধ্যে সবার ছোট। গত কয়েক বছর পুর্বে তার পিতা খরিন্দ্র বর্মন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।