চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় পাঁচ জেলেকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. মিজানুর রহমান (২২), মানিক মিয়া (৩৭), মমিন গাজী (৩৫), ইকবাল হোসেন (১৫) ও শাহ আলম (১৪)। তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর এলাকায়।
চাঁদপুর সদর নৌ পুলিশে ইনচার্জ উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, আটককতৃদের মধ্যে ৩জনকে ভ্রাম্যমান আদালতে সাজা ও বাকী দুই জেলের বয়স ১৮ বছরের নিচে বিধায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।