মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর ভোলারদাড় মাঠ থেকে চরমপন্থী দলের সদস্য আশরাফুল ইসলামের (৩৮) গলাকাটা লাশ উদ্ধার করেছে গাংনী পুলিশ। নিহত আশরাফুল ইসলাম উপজেলার শিমুলতলা গ্রামের মজিবর রহমানের ছেলে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় কৃষকরা ভোলারদাড় মাঠে লাশটি পড়ে থাকতে দেখে গাংনী থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াজুল ইসলাম জানিয়েছেন, নিহত আশরাফুল ইসলামের বিরুদ্ধে থানায় সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে।
অভ্যন্তরীণ কোন্দলের কারণে প্রতিপক্ষদের হাতে তিনি নিহত হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।