মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা ও সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমান তফদারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকাল ৪ টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠি হয়। খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা মোঃ রফিক আহমেদ ভূইয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতোষী পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির বাহাদুর। তিনি বলেন সাবেক প্রধান শিক্ষক লুৎফুর রহমান তফদারকে আজকে যে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়, আসলে তা বিদায়ী নয়, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমাদের হৃদয়ে থাকবেন। লুৎফর রহমান স্যারের হাত দিয়ে শিক্ষা অর্জন করে আজ অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। আমি স্যারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। বক্তব্য রাখেন খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার রফিক আহমেদ ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্দা হাফিজুর রহমান মিন্টু, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুর রব, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন বাবুল, টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব। এ সময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উঘারিয়া ইউ.সি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শামছুল হুদা।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৩ শতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্ধ।
ক্যাপশন ঃ- খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক পুরস্কার বিতরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ জোবায়েদ কবির বাহাদুর পুরস্কার তুলে দিচ্ছেন বিজয়ী শিক্ষার্থীর হাতে। ছবি মোঃ জামাল হোসেন।