জিসান আহমেদ নান্নু:
কচুয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা.১মিনিটে ২১বার তোপধ্বনির মাধ্যমে কচুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্বা সংসদ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া পরদিন বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী উদ্বোধন করা হয়। ওই দিন দুপুরে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্বা, শহীদ মুক্তিযোদ্বা পরিবারবর্গের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হায়দার আলী এবং মুক্তিযোদ্বা সনতোষ চন্দ্র সেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, পৌর মেয়র হুমায়ন কবীর প্রধান, উপজেলা মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার আঃ মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, আমরা মুক্তিযোদ্বার সন্তান কচুয়া শাখার সভাপতি খোরশেদ আলম খোকন প্রমূখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কচুয়াঃ কচুয়া জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশিরসহ অতিথি বৃন্দ।