জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়া-গৌরীপুর ভায়া ঢাকা সড়কের সাচারের দক্ষিণে বাতাপুকুরিয়া নামক এলাকায় নতুন ভাবে অত্যাধুনিক প্রযুক্তিতে সম্পন্ন মনার্ক কোল্ড ষ্টোরেজ লি. এর যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলার বাতাপুকুরিয়া গ্রাম সংলগ্ন মনার্ক কোল্ড ষ্টোরেজ লি. এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান মেহমান হিসেবে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হযরত মাওঃ ফায়জানুর রব সিদ্দিকী, জৈনপুরী। এ সময় মনার্ক কোল্ড ষ্টোরেজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. হেলাল উদ্দিন, সাচার শাখা স্যোসাল ইসলামী ব্যাংক লি.’র ম্যানেজার মো. মিজানুর রহমান, মনার্ক কোল্ড ষ্টোরেজ লি. এর ম্যানেজার মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, কৃষক, ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: কচুয়ার বাতাপুকুরিয়া গ্রামে কয়েক একর সম্পত্তির উপর প্রতিষ্ঠিত প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেসার্র্স মনার্ক কোল্ড ষ্টোরেজ লি. এ ২ লক্ষ বস্তা সম্পন্ন আলু রাখার অত্যাধুনিক ও সুসজ্জিত ভাবেও এ মনার্ক কোল্ড ষ্টোরেজ লি. যাত্রা শুরু হয়।