জিসান আহমেদ নান্নু, কচুয়া-
কচুয়া উপজেলার আকানিয়া গ্রামে সফিকুর রহমান (৩৮) নামের এক ব্যাক্তি বৈদ্যুতিক সর্ট সার্কিটে স্পর্শে নিহত হয়েছে। গতকাল রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত সফিকুর রহমান আকানিয়া গ্রামের মৃত আইয়ুব আলী মিয়ার পুত্র।
জানা গেছে, নিহত সফিকুর রহমান গৃহের বৈদু্যুতিক কাজ করতে গিয়ে তারে জড়িয়ে পড়ে। পরে তার পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।