জিসান আহমেদ নান্নু ॥
কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর গ্রামের অধিবাসী আব্দুর রহিমের পুত্র ডাকাত সর্দার আবুল কালাম (৩৫) কে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে বরুড়ার শাকপুর গ্রামে একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে গ্রেফতার করে কচুয়া থানায় নিয়ে আসে। কচুয়া থানায় সেকেন্ড অফিসার (এসআই) সাদেকুর রহমান জানান, গ্রেফতার ডাকাত সদস্য আবুল কালাম জগতপুর এলাকার ডাকাতি মামলার অন্যতম আসামী। তার বিরুদ্ধে কচুয়া থানায় একটি মামলা রয়েছে। যার নং ১৪, তারিখ ১৪-০৮-২০১৪ইং।