চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সহকারী কমান্ডার ও শাহরাস্তি উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান মিন্টুর আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রুহুল আমিন ও সহ কমান্ডার মোঃ শাহজাহান পাটওয়ারী। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মহান স্বাধীনতা যুদ্ধে হাফিজুর রহমান মিন্টুর যুদ্ধকালীন অবদানের কথা স্মরণ করেন। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করেন।