চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সহকারী কমান্ডার ও শাহরাস্তি উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান মিন্টুর আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মহান স্বাধীনতা যুদ্ধে হাফিজুর রহমান মিন্টুর যুদ্ধকালীন অবদানের কথা স্মরণ করেন। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভির সমবেদনা জানান।