হাজীগঞ্জ-শাহরাস্তিতে যে পরিমান উন্নয়ন হয়েছে তা অতীতের কোন সরকার পারেনি
আমার কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন আওয়ামীলীগ সরকার দেশে যে পরিমান উন্নয়ন করেছে তা অতীতের কোন সরকার পারেনি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দিনরাত দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন হাজীগঞ্জ শাহরাস্তিতে কি পরিমান উন্নয়ন হয়েছে এখন আমাদেরও মনে রাখা কঠিন। আগামী ২ বছরের মধ্যে বাকী কাজ শেষ হবে। এর পর হাজীগঞ্জ শাহরাস্তিতে তেমন কোন উন্নয়ন কাজ থাকবে না। আমি হাজীগঞ্জ শাহরাস্তির জন্য যা করে দিয়েছি আগামী প্রজন্ম আশা করি আমাকে মনে রাখবে। গতকাল হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতানপদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন, পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ হেলালউদ্দিন মিয়াজী, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহমদ খসরু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বিসহ আরো অনেকে।