বিশেষ প্রতিনিধি:
শাহ্রাস্তি উপজেলা ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না দীর্ঘ সাত বছর ধরে। দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখতে কর্মিসভা বর্ধিত সভাসহ দলের তেমন কোনো সাংগঠনিক তৎপরতা নেই। ফলে দলের নেতাকর্মীদের মধ্যে স্থবিরতা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ২০০৬ সালে মোঃ ইসমাইল হোসেন সিরাজীকে আহবায়ক ও ১০ জন ছাত্রলীগ নেতাকে যুগ্ন আহবায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট শাহ্রাস্তি উপজেলা ছাত্রলীগের একটি আহবায়ক কমিটি ঘোষণা করে চাঁদপুর জেলা ছাত্রলীগ। যার মেয়াদ ছিল মাত্র ৪ মাসের জন্য। কিন্তু কোনো অজানা কারণে দীর্ঘ অর্ধযুগের ও বেশী সময় অতিক্রান্ত হওয়ার পরও এখনো পর্যন্ত সম্মেলন হচ্ছে না এ উপজেলা ছাত্রলীগের।
জানা যায়, দীর্ঘদিন ধরে নেতৃত্ব শূণ্য ছাত্রলীগের ্েনতা কর্মীরা সাংগঠনিক কর্মকান্ড না থাকার কারণে অনেকটাই ঝিমিয়ে পড়ছে। এর মধ্যে অধিকাংশ নেতৃত্ব প্রত্যাশী নেতা কর্মীরা বিয়ে করে সংসার জীবনে পাড়ি দিচ্ছেন, কেউ কেউ চাকুরী, ব্যবসা- কিংবা প্রবাসেও পাড়ি জমাচ্ছেন। শুধু তাই নয়, অনেক নেতা কর্মীরা বর্তমানে টেন্ডারবাজীর সাথে মাদক নেশায়ও মেতে উঠেছেন বলে জোর গুঞ্জনও শোনা যাচ্ছে। আবার কেউবা বয়সের ভারে বুড়– হয়ে রাজনীতি থেকে অবসর নিয়েছেন কিংবা জড়িয়ে পড়ছেন বিপরীতমুখী রাজনীতি ও ভিন্ন পেশায়।
অনুসন্ধানে আরো জানা যায়, ২০০৮ সালে শাহ্রাস্তি পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গ্র“পিং এ জড়িয়ে পড়ে এক সময়ের ঐতিহ্যবাহী শাহ্রাস্তি উপজেলা ছাত্রলীগের রাজনীতি। শুরু হয় পাল্টাপাল্টি কমিটি ঘোষণা। যার অর্ন্তদহ আগুনে এখনো জ্বলছে ছাত্রলীগে। সময়ের বিবর্তনের ধারায় এখানকার ছাত্রলীগ এখন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বিশেষ করে বিগত ২০১৩ সালের রমজান মাসের শেষ পর্যায় উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা আসছে এমন গুঞ্জন বাতাসে ছড়িয়ে পড়লে গ্র“পিংয়ে জড়িয়ে পড়ে শাহ্রাস্তি ছাত্রলীগ। যার ফলশ্র“তিতে জেলা ছাত্রলীগ শাহ্রাস্তি উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত করে। পরবর্তীতে এর ছোঁয়া আরও তীব্র হতে দেখা যায় এ বছর ও রমজানে কমিটি ঘোষণা আসছে এমন গুঞ্জনে।
সূত্রে আরো জানা যায়, উপজেলা ছাত্রলীগের মতো শাহ্রাস্তির প্রধান রাজনৈতিক প্রাণ কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান মেহের ডিগ্রী কলেজ ছাত্রলীগও বেহাল অবস্থায় পড়ে আছে। বিগত ২০০৬ সালে শরীফ হেলালীকে সভাপতি ও শরীফ জালালী কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কিন্ত দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর সভাপতি শরীফ হেলালী বিয়ে করে সংসার জীবনে পাড়ী জমান। অপর দিকে সাধারণ সম্পাদক শরীফ জালালী চাকুরী নিয়ে রাজধানী ঢাকায় ব্যস্ত থাকায় থমকে পড়ে কলেজ ছাত্রলীগ। বর্তমানে এক প্রকার অচল হয়ে আছে এখানকার ছাত্রলীগ। যার কারণ দীর্ঘদিন নেতৃত্ব শূন্যতা। একই অবস্থা উপজেলার সবকটি ইউনিয়ন ছাত্রলীগেও।
বর্তমানে শাহ্রাস্তিতে ছাত্রলীগের রাজনীতি বিভিন্ন গ্র“প ও ধারার বিভক্ত হয়ে পড়ছে। যা পরিলক্ষিত হচ্ছে উপজেলায় আওয়ামী পরিবারের বিভিন্ন মিছিল, মিটিং, সমাবেশ কিংবা র্যালিতে। এসব অনুষ্ঠানে গ্র“পিং করে ও বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে মিছিল ও মোটর সাইকেল শোভাযাত্রায় অংশ গ্রহন করছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের ১ যুগ্ন আহবায়ক দাবী করেন, আমি এখনো দলে সক্রিয় আছি। কমিটি সাত বছর পর করলে ছাত্রলীগ এখনো সচল আছে, এবং ছাত্রলীগ নিয়ে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা। তারপরও আমি চাই শীঘ্রই সম্মেলনের মাধমে সুন্দর ও সক্রিয় একটি কমিুটি বেরিয়ে আসুক।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল বলেন, আমরা আশা করি অচিরেই দক্ষ নেতৃত্বের মাঝে শাহ্রাস্তি উপজেলার ছাত্রলীগের কমিটি ঘোষণা আসবে এবং ছাত্রলীগ নিয়ে যে অভিযোগ রয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপারে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতিৃৃৃৃ মোঃ মাসুম বিল্লাহর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি গাড়িতে থাকার ব্যস্ততার দেখিয়ে পরে কথা বলবেন বলে ফোনের লাইন কেটে দেন ।