মোঃ মাহবুব আলম ॥ শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তিতে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে উপজেলা ছাত্রশিবির। সোমবার বিকাল ৩ টায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে হরতালের দ্বিতীয় দিনে শাহ সাহেব জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুর বাজার মহামায়া এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের শাহরাস্তি পূর্ব সভাপতি মোঃ আবুল বাসার, সেক্রেটারী মোঃ মায়াজ হোসেন, দক্ষিণ সেক্রেটারী মোঃ ফারভেজ হোসেন, শহর ছাত্রশিবিরের সভাপতি মোঃ রহমত উল্লাহ, শাহরাস্তি উত্তর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ খোরশেদ আলম, জামায়াত নেতা মোঃ মাসুদ আলম পাইলট, মোঃ বাবলু, মোঃ মোস্তফা, শিবির নেতা মোঃ ওমর ফারুক, মোঃ আবু তালেব, মোঃ আবু সুফিয়ান, মোঃ শিমুল পাটোয়ারী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপজেলা শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ঝটিকা মিছিল শেষে বাড়ী ফেরার পথে শিবির নেতা ভিংরা গ্রামের মোঃ আলী মিয়ার পুত্র মোঃ কামাল হোসেনকে (২৩)আটক করে শাহরাস্তি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল মান্নান।